সূর্যের তাপে বসে থাকলেই দূর হবে করোনা: ট্রাম্পের নতুন ফর্মুলা
করোনা মোকাবিলায় এর আগেও ফর্মূলা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেটি ছিল আবিষ্কৃত ওষুধ। এবার তিনি করোনা-দমনে প্রাকৃতিক উপায় বলে দিলেন। জানালেন, সূর্যের আলো গায়ে মাখানোর মাধ্যমেই দূর হতে পারে শক্তিশালী নোবেল করোনাভাইরাস। সেই সঙ্গে অতিবেগুনি রশ্মি ও ঘর পরিষ্কারের কাজে ব্যবহৃত জীবাণুনাশক কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, যদি কোনো অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে পড়ে। তাতেই করোনাভাইরাস দমনের কাজটি হয়ে যেতে পারে। পরে আপনার বিষয়টি পরীক্ষা করে দেখতে পারেন।
এর আগে হোয়াইট হাউসের এক দফতর সচিবের উপদেষ্টা বিজ্ঞানী উইলিয়াম ব্রায়ান জানান, কোভিড-১৯ দমনের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মি অভিনব উপায়ে কাজ করতে পারে। সেই সঙ্গে ভূমিকা রাখতে পারে ব্লিচিং ও অ্যালকোহলের মত জীবানুনাশকও। তিনি আরো জানান, সামনে যেহেতু গ্রীষ্মকাল আসছে, এ সময় তাপমাত্রাও বেশি থাকবে। স্বভাবতই সে সময় করোনার প্রভাব অনেকটাই কমে আসবে।
ব্রায়ান ব্রিফিং বলেন, ‘আমি আবারও বলছি, করোনাভাইরাস তাপ ও আলোর উপস্থিতিতে ফিকে হয়ে যায়। কিন্তু মানুষ এই যুক্তি খুব একটা বিশ্বাস করতে চায় না বলেও আমি জানি।’ এই প্রেক্ষিতে ব্রায়ান যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের উদাহরণ টেনে বলেন, ‘আমি দেখছি, জর্জিয়ার মানুষ করোনা থেকে নিরাপদ অবস্থানে রয়েছে। আমি সেখানে এটার প্রার্দুভাব জ্বলে উঠতে দেখছি না।’
সূত্র জানায়, মূলত ব্রায়ান নামে ওই বিজ্ঞানীর বক্তব্যের পরপরই ফর্মূলাটি দেন ট্রাম্প। যে বক্তব্য দেয়ার সময় বারবার ব্রায়ানের দিকে তাকাচ্ছিলেন ট্রাম্প। যার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগামধ্যমে ভাইরাল হয়।
এদিকে বক্তব্যের সময় বেশ কয়েকটি তথ্যও উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট। যা মেরিল্যান্ডের ‘ন্যাশনাল বায়োডিফেন্স অ্যানালিসিস অ্যান্ড কাউন্টারমেজার্স সেন্টার’-এর সাম্প্রতিক পর্যবেক্ষণের সারাংশ। সেখানে দেখানো হয়, তাপমাত্রা ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে কোভিড-১৯-এর অর্ধায়ু (যে সময় ভাইরাসের সংখ্যা অর্ধেক হয়ে যায়) হয় ১৮ ঘণ্টা। সে ক্ষেত্রে আর্দ্রতার পরিমাণ থাকতে হবে ২০ শতাংশ।
এদিকে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই বক্তব্য প্রদানের পরপরই তা সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য তোলে। যা নিয়ে অনেককে সমালোচনা করতে দেখা গেছে।