করোনা জয় করল সবচেয়ে কমবসয়ী শিশুটিও
করোনায় প্রতিদিনই আক্রান্ত ও মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। আর এই আক্রান্তের মধ্যে বাদ যাচ্ছে না বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কেউই। এমনকি প্রতিদিন করোনায় মারাও যাচ্ছে হাজার হাজার শিশু। বিশ্বে এমন সময় এক টুকরো স্বস্তির খবর। এর আগে ইতালিতে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ১০৩ বছরের বৃদ্ধা। তিনিই ছিলেন করোনার বিরুদ্ধে যুদ্ধ জেতা সব থেকে বেশি বয়সী মানুষ। এবার সব থেকে কমবয়সী আক্রান্ত প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরল এক মাসের শিশু।
সারা বিশ্বে ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে। আক্রান্ত ২৬ লাখেরও বেশি মানুষ। তবে এত খারাপ খবরের মাঝে ভাল সংবাদও রয়েছে। করোনাকে হারাল এক মাসের শিশু।
জন্মের পরই করোনায় আক্রান্ত হয়েছিল থাইল্যান্ডের একটি শিশু। তাকে বাঁচানো যাবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল চিকৎসকদের মধ্যেও। কিন্তু বিশ্বের সবচেয়ে কম বয়সী হিসেবে এবার করোনাকে হারিয়ে ওই এক মাসের শিশু বাড়ি ফিরেছে। শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
যে শিশুরোগ বিশেষজ্ঞ ওই বাচ্চাটির চিকিৎসা করেছেন তিনি জানিয়েছেন, করোনার হাত থেকে মুক্ত করতে শিশুটির জন্য তিনি চারটি অ্যান্টিভাইরাল ওষুধের ব্যবহার করেছিলেন। তাতেই কাজ হয়েছে।