২৩ এপ্রিল ২০২০, ১১:৫৯

করোনা: ইতালিতে মৃত্যু ২৫ হাজার ছাড়ালো

  © সংগৃহীত

করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২৫ হাজার। গত ২৪ ঘন্টায় ইতালিতে ৪৩৭ জনের মৃত্যু হওয়ার পরেই ইতালিতে শেষ দু’মাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,০৮৫। মঙ্গলবার ইতালিতে ৫৩৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সিভিল প্রোটেকশন এজেন্সি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৫ জন।

অনেক চিকিৎসকদের দাবি, ইতালিতে মৃতের সংখ্যা আরও বেশি। তবে সেই তথ্য সামনে আসছে না কারণ, হাসপাতালের বাইরে করোনায় মৃত মানুষের সংখ্যা অজানা। অন্যদিকে ধীরে ধীরে ইতালিতে কমছে আক্রান্তের সংখ্যা, মার্চের ১৮ তারিখের পর থেকেই ইতালিতে নতুন করে সংক্রমণের হার কম হয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন। বেড়েছে সুস্থতার হারও। ইতালিতে এ পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৫৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে করোনায় মৃত্যুর অর্ধেকই হয়েছে লোম্বার্দি অঞ্চলে। সেখানে অন্তত ১২ হাজার ৭৪০ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমতে শুরু করেছে, তবে হঠাৎ করে আবার বেড়ে যায়। এখনও সরকার কিংবা সাধারণত মানুষ বুঝতে পারছে না কবে নাগাদ এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে, সেই অপেক্ষায় থাকতে হবে সকলকে। সরকারের ঘোষণা অনুযায়ী তৃতীয় দফায় লগডাউন ৩ মে পর্যন্ত বহাল রয়েছে।