করোনা রোগীর রক্ত পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র, কিট হস্তান্তর ২৫ এপ্রিল

২২ এপ্রিল ২০২০, ০৪:০৪ PM

© ফাইল ফটো

নিজেদের উৎপাদিত কিট পরীক্ষার জন্যে অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্ত পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ বুধবার (২২ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দিয়ে এ তথ্য  জানানো হয়েছে। পরীক্ষা সফল হলে আগামী ২৫ এপ্রিল সরকারকে কিট সরবরাহ করবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আগে পাঁচজন করোনা রোগীর রক্ত পেয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। সেসময় ল্যবরেটরিতে গোলযোগ তৈরি হয়। এখন তারা আবার কিট উৎপাদন শুরু করেছেন।গবেষণার জন্য আবারও করোনা রোগীর রক্ত প্রয়োজন।

গত ১২ এপ্রিল ১০ জন করোনা রোগীর প্রতিজনের তিন সিসি রক্তের প্রয়োজনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। তবে মঙ্গলবার পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের চিঠির উত্তর দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল বিকাল ৪টা পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীকে স্বাস্থ্য অধিদপ্তরে বসিয়ে রাখা হয়েছিল। ডিজি পরে বলেছেন ফাইল নাই, ফাইল পাই না। ৪টার দিকে বলা হয়েছে, আজ চলে যান।’

পরে জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করলে আজ ২২ এপ্রিল সকাল ১১টার দিকে চিঠির উত্তর পেয়েছেন। আজই গণস্বাস্থ্য কেন্দ্র রক্ত হাতে পেয়ে যাবেন বলে আশা করছেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রে কিট উৎপাদন চলছে। কিটের কার্যকারিতা সম্পর্কে আমরা নিশ্চিত। অধিকতর পরীক্ষা করে আরও নিশ্চিত হব। এতে বাংলাদেশের পাশাপাশি আরও পাঁচ-ছয়টি দেশে কিট রপ্তানি করতে পারব। সরকারের কাছে প্রত্যাশা, যেন দ্রুত গণস্বাস্থ্যের কিট পরীক্ষার ব্যবস্থা করা হয়।’

‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
  • ৩১ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬