২২ এপ্রিল ২০২০, ১৫:৪০
মাদারীপুরে আহত ছেলেকে হাসপাতালে নেয়ার পথে মায়ের মৃত্যু
মাদারীপুরের রাজৈরে আহত ছেলেকে হাসপাতালে নেয়ার পথে ভ্যান থেকে পড়ে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার( ২১ এপ্রিল) দুপুরে উল্লাবাড়ী মাঠে বোরো জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে ব্লক ম্যানেজার অভিলাশের সাথে সুকান্ত রায়ের কথাকাটাকাটি ও হাতাহাতি হয় এবং অভিলাশের নিড়ানীর আঘাতে শুকান্ত আহত হন।
এ সময় শুকান্তর মা প্রমীলা ভ্যানযোগে আহত ছেলেকে নিয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় প্রমীলাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে প্রমীলাকে ঢাকা নেয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে প্রমীলা মারা যান।
ওসি খোন্দকার শওকত জাহান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।