২১ এপ্রিল ২০২০, ১৩:৪৩

করোনা: মানুষের সেবা দিতে বাড়ি বাড়ি যাচ্ছেন চিকিৎসকরা

  © সংগৃহীত

দেশে করোনা এ পরিস্থিতিতে চলমান লকডাউনের কারণে হাসপাতালে আসতে না পারা অসুস্থ মানুষের সেবা দিতে বাড়ি বাড়ি যাচ্ছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। ঘরে বসে সেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয় পুরো ময়মনসিংহ জেলায়। এ পরিস্থিতিতে অসুস্থতা থাকলেও অনেকেই যেতে পারছেন না চিকিৎসকের কাছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকেও জটিল সমস্যা ছাড়া হাসপাতালে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। চিকিৎসা না পেয়ে কষ্ট পাচ্ছেন অনেকে।

এমন বাস্তবতায় স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা নিয়েছেন উদ্যোগ। প্রতিদিনই চিকিৎসকদের দুটি ভ্রাম্যমাণ টিম মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সেবা দিচ্ছেন। বাড়িতে বসে সেবা পেয়ে দারুণ খুশি রোগী ও স্বজনেরা।

ফুলপুর ৯ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল মোজাহীদ সরকার বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। এর কারণে বাড়িতে বসে সেবা পেয়ে দারুণ খুশি রোগী ও স্বজনেরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেয়া হয়েছে।

ময়মনসিংহ ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশিদুজ্জামান খান বলেন, বর্তমান পরিস্থিতির কারণে অনেকে এখন হাসপাতালে আসতে পারছেন না। আমরা সেই দিক বিবেচনা করে এই উদ্যোগ নেয়া হয়েছে। আমরা সবাইকে বলছি ঘরে থাকুন, আমরা আসবো।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ফুলপুর মডেলকে সামনে রেখে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরণের পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।