চার জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ, আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাস বাংলাদেশেও দ্রুত বিস্তার লাভ করছে। প্রায় সারাদেশেই করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তবে চারটি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বেশ দ্রুতগতিতে।
দেশের যে চারটি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ পার করেছে তারমধ্যে রাজধানী ঢাকা শীর্ষে রয়েছে। ১৯ এপ্রিলের হিসেব অনুযায়ী ঢাকায় ৯৭৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
ঢাকার নিকটবর্তী গাজীপুর জেলায় ১৭৩ জনের সংক্রমিত হয়েছে করোনাভাইরাস। ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জ জেলায়। সেখানে ৩৮৬ জনের করোনায় শনাক্ত হয়েছে।
এছাড়া ঢাকার নিকটবর্তী আরেক জেলা নরসিংদীতে শনাক্ত হয়েছেন ১০৫ জন। এর বাইরে কিশোরগঞ্জ জেলায় হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত দুই ৯৪৮ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন মোট ১০১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত দেশের ৫২টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। মোট শনাক্ত হওয়া রোগীর ৪৪ শতাংশ ঢাকার বাসিন্দা, নারায়নগঞ্জে রয়েছেন ৩১ শতাংশ।
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ তিন হাজারের বেশি। বিশ্বে এখন পর্যন্ত এক লাখ ৬০ হাজার মানুষ মারা গেছেন। শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ। করোনা সংক্রমণ রোধের জন্য নেয়া পদক্ষেপে বিশ্বে ৪৫০ কোটি মানুষ কোনো না কোনোভাবে আটক রয়েছেন।