করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ভুলে চড়া মূল্য দিতে হচ্ছে বিশ্বকে!
চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাসের ভয়াবহতা এখন গোটা বিশ্বে। এ ভাইরাসের মহামারীর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ডব্লিউএইচ ‘র কড়া সমালোচনা করেছে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন (ডব্লিউএমএ)।
ডব্লিউএমএ’র মতে, সংক্রমণ ঠেকানোর জন্য আগেই যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল তাইওয়ান, রাজনৈতিক কারণে তার গুরুত্ব দেয়নি ডব্লিউএইচও। এক কোটি চিকিৎসকের সংগঠনটি বলেছে, তাদের এই ভুলের চড়া মাসুল গুনতে হচ্ছে গোটা বিশ্বকে।
আগামী দিনে আরো বড় ভুল এড়াতে ডব্লিউএইচও-তে তাইওয়ানের গুরুত্ব বাড়ানোর দাবি জানিয়েছে ডব্লিউএমএ।
ডব্লিউএইচও’র ডিরেক্টর টেড্রস আদানম গেব্রেইসাসকে লেখা চিঠিতে ডব্লিইএমএ অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাইওয়ানকে কার্যকরী ভূমিকা নিতে না দেওয়া বিশ্বের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বড় ভুল হয়েছে, কোভিড-১৯ মহামারি হয়ে উঠে তা প্রমাণ করল।
২০০৩ সালে অন্য ধরণের করোনাভাইরাস ‘সার্স’র সংক্রমণে বহু মানুষের মৃত্যু হয় তাইওয়ানে। দেশটির অভিযোগ, সার্সের অভিজ্ঞতার প্রেক্ষিতে ডব্লিউএইচও-কে সতর্ক করতে চেয়েছিল তাইওয়ান। তারা জানিয়েছিল, অন্য করোনাভাইরাস মানুষের মধ্যেও দ্রুত সংক্রমিত হতে পারে।
কিন্তু ডব্লিউএইচও তাতে কর্ণপাত করেনি। চীনের আপত্তিতে তাদের নীতিনির্ধারণী কমিটিতে তাইওয়ানকে ‘পর্যবেক্ষক’র মর্যাদা দিতে রাজি হয়নি ডব্লিউএইচও।