১৭ এপ্রিল ২০২০, ১৮:০২

করোনা: অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলা নিষেধ নার্স ও মিডওয়াইফদের

  © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কিংবা জনসম্মুখে কোন আলোচনা, বিবৃতি বা বক্তব্য দিতে কর্মীদের  নিষেধ করে দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। এ ধরণের বক্তব্য বিবৃতি দিতে হলে আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে বলা হয়েছে।

জানা গেছে, গত বুধবার (১৫ এপ্রিল) এক অফিস আদেশে অধিদপ্তরের কর্মীদেরকে এ নির্দেশনা দেয়া হয়। তাতে অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের স্বাক্ষর রয়েছে।

আদেশে বলা হয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীকে সরকারি চাকুরি বিধি অনুযায়ী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেখে জনসম্মুখে, সংবাদপত্রে কিংবা অন্য কোন গণমাধ্যমের সঙ্গে কোন রকমের আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার জন্য নির্দেশ প্রদান করা হল।