১৭ এপ্রিল ২০২০, ১৭:৫৩

‘রেমডেসিভির’ প্রয়োগে সুফল পাচ্ছেন করোনা আক্রান্তরা

করোনা-সঙ্কট কাটছে না। একের পর এক আবিষ্কারের চেষ্টা চলছে নানা ওষুধের। সম্প্রতি রেমডিসিভির নামেরিএক ওষুধ গ্রহণের পর সাধারণ রোগীদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা- এমন তথ্য এসেছে।

স্ট্যাট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ওষুধ সেবন করায় কয়েকদিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে বাড়ি যেতে পারছেন তারা। ওষুধটি নিয়ে পরীক্ষা চালানো চিকিৎসকদের মধ্যকার একটি ভিডিও কনফারেন্সের বরাত দিয়ে বৃহস্পতিবার এমনটা বলা হয়েছে।

বিশ্বের প্রায় প্রত্যেক অংশে বিস্তার লাভ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আক্রান্ত করেছে ২১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় দেড় লাখ। এখন পর্যন্ত ভাইরাসটির কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি।

তবে বিশ্বজুড়ে শত শত প্রতিষ্ঠান ও গবেষকের দল টিকা তৈরিতে কাজ করছে। এর মধ্যে মানব দেহে পরীক্ষা শুরু হয়েছে বেশকিছু টিকার। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের আগে বাজারে আসার কোনো সম্ভাবনা নেই কোনো টিকার। এমতাবস্থায় রেমডিসিভির ব্যবহারে রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠার খবর অত্যন্ত আশা জাগানিয়া।

রেমডিসভির পরীক্ষামূলকভাবে ব্যবহারের নেতৃত্ব দিচ্ছেন ইউনিভার্সিটি অব শিকাগোর সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. কাথলিন মুলেন। তাকে উদ্ধৃত করে স্ট্যাট নিউজ বলেছে, এই ওষুধ প্রয়োগে এক সপ্তাহেরও কম সময়ে সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা।
তবে এ বিষয়ে সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইউনিভার্সিটি অব শিকাগো জানায়, চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না তারা।

রেমডিসিভির প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস জানিয়েছে, ওষুধটি ইবোলার চিকিৎসায়ও ব্যবহৃত হয়েছিল। তবে তাতে তেমন সফলতা পাওয়া যায়নি। পরবর্তীতে প্রাণীদের মধ্যে পরীক্ষার মাধ্যমে দেখা যায়, এটি সারস ও মারস করোনা ভাইরাসের বিরুদ্ধে বেশ কার্যকরী। ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯ প্রতিরোধে রেমডিসিভির একটি সম্ভাব্য ওষুধ বলে ঘোষণা দিয়েছিল।