করোনা অনেক কিছু শেখাচ্ছে
বিশ্ব কাঁপাচ্ছে কোভিড-১৯ তথা করোনাভাইরাস। চীনে শুরু হওয়া এই ভাইরাস এখন দু শতাধিক দেশের আতঙ্ক। করোনাভাইরাস যে শুধু মানুষকে আক্রান্তই করছে তা নয়, বদলে দিচ্ছে মানুষের জীবনধারা। অনেকের জীবনশিক্ষাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়টিই তুলে ধরেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জিএস গোলাম রাব্বানী।
তিনি লিখেছেন, ‘নীতির রাজা, রাজনীতি বলতে আমি বুঝি, নিজের সময়, শ্রম, অর্থ, ক্ষমতার সর্বোচ্চটা প্রয়োজনে সাধারণ মানুষের তরে বিলিয়ে দেয়া, তাদের কষ্ট লাঘবের চেষ্টা করা, কারো হক ছিনিয়ে আখের গোছানো নয়!’
চাল চোরদের রাজাকারের সন্তান আখ্যা দিয়ে রাব্বানীর বক্তব্য, ‘যারা এই দুর্যোগকালীন সময়ে গরীব-দুঃখীর হক মেরে খাচ্ছে, সরকারি চাল, ডাল, তেল চুরি করছে, ওদের বাপ-দাদারাই ৭১ এ রাজাকার-আলবদর ছিলো! এদের কোন দল নেই, এরা কোন আদর্শের রাজনীতিও করে নাই কোনদিন, এরা কেবল একটা নীতিই বোঝে, পেটনীতি!’
তিনি জানান, ‘করোনা আমাদের অনেক কিছু দেখিয়ে ও শিখিয়ে যাচ্ছে। নতুন করে মানুষ চেনাচ্ছে, আত্মদান, মনুষ্যত্ব শিখাচ্ছে, আবার চোখে আঙ্গুল দিয়ে কিছু অমানুষ আর কেবল নিজের জন্য বাঁচা স্বার্থপরগুলোকেও দেখিয়ে দিচ্ছে!
এই দুর্যোগকালীন সময়ে, আপনাদের একান্ত প্রয়োজনে, ‘রাজনীতিবিদ’ পরিচয় দেয়া, যাদের পাশে পাচ্ছেন না, সামর্থ্য থাকার পরও যারা আপনার মানবিক প্রয়োজনে সাড়া দিচ্ছে না, সাহায্য করার বিন্ধুমাত্র চেষ্টাও করছে না, তাদের একদম মন থেকে বয়কট করুন।
বাংলাদেশের আগামী প্রজন্ম এমন দুর্যোগে-সংকটেই আসল নেতৃত্ব চিনবে, জানবে, বুঝবে... একসময় দেশ ও দশের প্রয়োজনেই জোরসে আওয়াজ তুলবে, সত্যিকার দেশপ্রেমী, জনবান্ধব, উদারচিত্ত মানবিক নেতৃত্ব বেছে নিতে।’