১৫ এপ্রিল ২০২০, ২২:৪২
করোনায় আরও এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে ডা. শামীম আল মামুন নামে ওই চিকিৎসক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিউইয়র্কের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক আবুল হাসনাত জোয়ারদার। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
তিনি জানিয়েছেন, ডা. শামীম আল মামুন একজন সাইকোলজিস্ট হিসেবে নিউইয়র্কে কর্মরত ছিলেন। তিনি সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র বলেও জানান তিনি।