১৫ এপ্রিল ২০২০, ১৭:৩৮

৩ ঘন্টা লাশ পড়ে ছিলো রিকশায়, করোনা আতঙ্কে কাছে যায়নি কেউ

  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ এক রিকশাচালকের আকস্মিক মৃত্যু হয়েছে। শহরের বিশ্বরোড এলাকার ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে তার করোনায় মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত কি-না তা পরীক্ষার জন্য ওই রিকশাচালকের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে হঠাৎ ওই রিকশাচালক মারা যান।

তিনি বলেন, আনুমানিক ৫০ বছর বয়সী চালকের বাড়ি উপজেলার বারঘোরিয়া এলাকায়। তার মৃত্যুর পর স্থানীয়দের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে রিকশায় পড়ে থাকলেও  আতঙ্কে প্রায় তিনঘণ্টা কেউ তার কাছে যায়নি।

পরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। এছাড়া মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

সিভিল সার্জন বলেন, এখন করোনা মহামারি চলছে। সেজন্য তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলেও জানান তিনি।