জ্বর-কাশি-শ্বাসকষ্টের সঙ্গে করোনার নতুন তিন লক্ষণ ভাবাচ্ছে বিশেষজ্ঞেদের
চীন থেকে ছড়ানো করোনাভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। ভাইরাস ছড়ানোর কারণ, কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, লক্ষণসহ নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। শুরুতে শুষ্ক কাশি, জ্বর, সর্দি, শ্বাস-প্রশ্বাসে কষ্টের কথা বলা হয়।
এসব লক্ষণের পাশাপাশি আরও নতুন তিনটি লক্ষণ পাওয়া গেছে করোনানর। অনেক রোগীর মাঝেই লক্ষণগুলো দেখা যাচ্ছে। সাধারণত রোগের উপসর্গগুলো প্রকাশে পাঁচ দিন পর্যন্ত সময় নিতে দেখা যায়।
এখন করোনায় আক্রান্তরা আগেরগুলোর সঙ্গে নতুন তিনটি হালকা উপসর্গের কথা বলছেন। ফলে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা নতুন তিন উপসর্গের বিষয়ে সতর্ক করেছেন।
প্রথম উপসর্গ হিসেবে যুক্তরাজ্যে রোগীর শরীর জ্বলাপোড়া দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ নতুন লক্ষণ। ইতোপূর্বে এটি দেখা যায়নি। যদিও যুক্তরাজ্যের স্বাস্থ সংস্থা বিষয়টিকে পর্যবেক্ষণে রেখেছেন। আনুষ্ঠানিকভাবে এখনও লক্ষণ হিসাবে এর তালিকাভুক্ত হয়নি। অনেকে আবার ত্বকে ঠান্ডাও অনুভব করছেন।
তারানা বার্ক নামে একজন টুইটারে লিখেছেন, তার সঙ্গীর অসুস্থতায় ত্বকে সংবেদনশীলতা দেখা দেয়। ত্বক জ্বলছে এমন অনুভব হয়। মিয়াফি নামের একজন লিখেছেন, তা ত্বকে বৈদ্যুতিক শকের মতো অনুভূতি রয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রোহেলথ কেয়ার অ্যাসোসিয়েটসের সংক্রামক রোগের প্রধান ডা. ড্যানিয়েল গ্রিফিন পরামর্শ দিয়েছেন, এই অনুভূতি রোগীর স্নায়ুতন্ত্রের প্রতি অটো-ইমিউন প্রতিক্রিয়ার অংশ হতে পারে। স্পষ্টতই এটি শনাক্ত করা গেছে। তবে এটি কতটা বিস্তৃত তা নিশ্চিত নই।
করোনভাইরাসের আরও একটি হালকা লক্ষণ প্রায়শই টয়লেটে যাওয়া। অনেক রোগীর ক্ষেত্রে এ উপসর্গটি দেখা যাচ্ছে। ডা. ডায়ানা বলেন, হজমের সমস্যা এবং অন্ত্র অভ্যাসের পরিবর্তন- বিশেষত পাতলা মল এবং টয়লেটে ঘন ঘন যাওয়া করোনার প্রাথমিক লক্ষণ হতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে এটা দেখা গেছে। অনেকের ক্ষেত্রে ডায়রিয়ার লক্ষণ দেখা গেছে, পরে পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
এছাড়া করোনার তৃতীয় নতুন হালকা লক্ষণ হল অণ্ডকোষে ব্যথা। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা অন্ডকোষে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তিকে পরীক্ষা করে করোনা পজিটিভ পান। যদিও ডাক্তাররা ৪২ বছর বয়সী ওই ব্যক্তির অণ্ডকোষে সমস্যা খুঁজে পাননি। তবে সিটি স্ক্যানে ফুসফুসের ক্ষতি দেখা গিয়েছিল। এর দু’দিন পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। সূত্র- ডেইলি মিরর।