১১ এপ্রিল ২০২০, ১৮:২৪

মাঠে নেমেছে কুইক রেসপন্স টিম

দেশের দেশের বিভিন্ন স্থানে মাঠে নেমেছে কুইক রেসপন্স টিম। কোভিড-১৯ পজেটিভ লাশ দাফনের পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম পুলিশের কুইক রেসপন্স টিম। নগরীর ১৬ থানার প্রতিটিতে প্রস্তুত রাখা হয়েছে ৫ সদস্যের বিশেষ টিম। এদের প্রত্যেকেই পিপিই পরিহিত অবস্থায় সুরক্ষিত থাকার প্রশিক্ষণও দেয়া হয়েছে।

শুক্রবার রাতে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় শনাক্ত হওয়া এক করোনা রোগীর বাসা লকডাউন করার মাধ্যমে শুরু হয়েছে এই কুইক রেসপন্স টিমের মূল কাজ। এখন থেকে নগরীর প্রতিটি থানা এলাকায় পাওয়া যাবে এই টিমের জরুরি সেবা-এমনটিই জানালেন সিএমপির এই উপ কমিশনার। সিএমপি উপ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, রাস্তায় কেউ অসুস্থ বা মরে পড়ে থাকলে সেখানে পুলিশ সদস্যরা এগিয়ে আসবে।

চট্টগ্রাম ছাড়াও দেশের আরো কয়েকটি স্থানে এই টিমের খোঁজ মিলেছে। এর আগে ফেনী ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এই টিম নিয়ে সংবাদ সম্মেলন করেন।

ঝালকাঠি জেলা পুলিশও কুইক রেসপন্স টিম গঠন করেছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নির্দেশনায় টিমটি গঠন করা হয়েছে। কুইক রেসপন্স টিমের সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। অ্যাম্বুলেন্স ও গাড়ি এই টিমকে সহায়তা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে গতমাসে কিশোরগঞ্জ জেলা পুলিশ দুইটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় কুইক রেসপন্স টিম দু’টি গঠন করা হয়। ২১ সদস্য বিশিষ্ট দুইটি কুইক রেসপন্স টিমের সদস্যরা ২৪ ঘন্টা দুই পালায় দায়িত্ব পালন করবেন। এই টিমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম কাজ করবে। একটি অ্যাম্বুলেন্স ও তিনটি গাড়ি এই টিমকে সহায়তা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে জেলা পুলিশের দুইটি কুইক রেসপন্স টিম ছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামগ্রিক নিরাপত্তা, যে কোন ধরণের জনসমাগম থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন রাখা, হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারিসহ আইনি প্রকৃয়ায় দ্রুত সাড়া দেয়ার লক্ষ্যে জেলার ইটনা থানার পুলিশ সদস্যদের সমম্বয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

তথ্যমেতে, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে বাজারগুলো থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর তাই কাঁচাবাজারগুলোতে নজরদারি বাড়িয়েছে সেনা বাহিনীর টহল টিম।