নোয়াখালী মেডিকেল কলেজে শুরু হচ্ছে করোনা পরীক্ষা
- আবদুর রহমান, নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৮:৫৭ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২০, ০৮:৫৭ PM
মন্ত্রণালয়ের সাড়া পেলে যেকোন মুহুর্ত থেকে নোয়াখালী মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) প্রতিনিধি দল কলেজটি পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার তিনি এ বিষয়ে জানিয়েছেন। আরটি-পিসিআর মেশিন ও কীটসহ কিছু ল্যাব সামগ্রী সংযোগ করতে পারলেই কলেজটি করোনা পরীক্ষা করতে সক্ষম বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম বলেন, ইতিমধ্যে আইডিসিআরের একটি প্রতিনিধি দল কলেজের ল্যাব পরিদর্শন করেছে। আমরা মন্ত্রণালয়ের সাড়া পেলে যেকোনো মুহুর্তে করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম শুরু করবো।
প্রবাসী অধ্যুষিত এলাকা নোয়াখালী। এই অঞ্চলে বেশিরভাগই ইতালিসহ মধ্যপ্রাচ্য প্রবাসী। তাই এই অঞ্চলে করোনার রোগের ঝুঁকিও বেশি। এ অবস্থায় আতঙ্ক বিরাজ করছে বৃহত্তর জেলার ১ কোটি মানুষের মাঝে। সরকারিভাবে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা থাকলেও অনেকে জনসম্মুখে এসে যত্রতত্র বিচরণ করছেন।
এইদিকে মরণঘাতি ভাইরাস পরীক্ষার সুযোগ নেই বৃহত্তর নোয়াখালী জেলার কোথাও। এমন পরিস্থিতিতে জেলার বেগমগঞ্জে অবস্থিত আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে দ্রুত করোনাভাইরাস পরীক্ষা করার দাবি জানিয়েছেন নোয়াখালীবাসী।
জানা গেছে, কলেজটিতে অত্যাধুনিক মাইক্রোবায়োলজি ল্যাব, অবকাঠামোগত সুবিধা, জনবলসহ করোনাভাইরাস পরীক্ষার বেশিরভাগ যন্ত্রপাতিই রয়েছে। শুধুমাত্র আরটি-পিসিআর মেশিন ও কিটসহ কিছু ল্যাব সামগ্রী সংযোগ করতে পারলেই করোনা পরীক্ষা করতে সক্ষম কলেজটি।
এর আগে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে কথা বলেন নোয়াখালী জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সাথে। নোয়াখালীবাসীর পক্ষ জেলা প্রশাসক তন্ময় দাস ও সিভিল সার্জন ডা. মুমিনুর রহমান প্রধানমন্ত্রীর কাছে হাসপাতালটিতে করোনা পরীক্ষাকেন্দ্র স্থাপন করার দাবি জানান।