০৮ এপ্রিল ২০২০, ২০:৪৩

এবার আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

নভেল করোনাভাইরাসে এবার আক্রান্ত হলেন আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওই সদস্যের কোভিড-১৯ শনাক্ত হওয়ায় তাকে ময়মনসিংহ মুক্তাগাছার এস কে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে ৪৩৪ সদস্যসহ মুক্তাগাছা এপিবিএন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের কোভিড-১৯ পজেটিভ হওয়ায় ৪৩৪ সদস্যকে কোয়ারেন্টিনে রেখে এপিবিএনসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এপিবিএন’র ওই সদস্য গত মাসের শেষ দিকে ঢাকার স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) থেকে বদলি হয়ে ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন এ যোগদান করেন। তাকে নগরীর এস কে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ জানান, ময়মনসিংহ বিভাগের চার জেলার ৫০ জনের সংগৃহীত নমুনা পরীক্ষা করা হলে দুইজনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এদের একজন মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। অপরজন জামালপুর জেলার মাদারগঞ্জের বাসিন্দা। গত আটদিনে ময়মনসিংহ বিভাগের ২৭১ জনের সংগৃহীত নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের করোনা ভাইরাস নেগেটিভ হয়েছে। বাকী পাঁচজনের মধ্যে ময়মনসিংহের একজন, জামালপুরের দু’জন ও শেরপুরের দু’জনের কোভিট-১৯ পজেটিভ পাওয়া গেছে বলেও জানান তিনি।