করোনায় আক্রান্তের রক্ত পেল গণস্বাস্থ্য কেন্দ্র, দ্রুত চলছে কিট তৈরির কাজ
করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য ‘র্যাপিড ডট ব্লট’ তৈরি করছে গণস্বাস্থ্য কেন্দ্র। এ কিট দিয়ে দ্রুত করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা যাবে। এজন্য তাদের চাওয়া মতো পাঁচ জন করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা দিয়েছে সরকার।
আজ বুধবার (৮ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাত জন কর্মকর্তাও পরিদর্শন করেছেন কেন্দ্রের ল্যাব। এছাড়া পাঁচ জন করোনা আক্রান্তের রক্তের নমুনা পাওয়ার কথা তিনি নিশ্চিত করেছেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল দুপুর একটায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা এসেছিলেন। চার ঘণ্টা ছিলেন তারা। এসময় সবকিছু বিস্তারিতভাবে দেখেছেন।’
তিনি বলেন, ‘সরকাররক্তের নমুনা প্রদানের ব্যবস্থা করেছে। সেগুলো হাতে পাওয়ার পর আমরা গবেষণা করছি। আগামী ১১ এপ্রিল সরকারকে কিছু কিট সরবরাহ করব।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্রথম কাজ কিট তৈরি করা। সরকার সেগুলো পেলে ১৫ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ অনুমোদন দিতে পারে। আমরা কিটের স্যাম্পল সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (উব্লিউএইচও) এবং অন্যান্য সংস্থাগুলোকেও দেব। যারা পরীক্ষা করতে চাইবে তাদেরকে পর্যায়ক্রমে দেওয়া হবে।’