০২ এপ্রিল ২০২০, ১১:১৬
তাবলীগ জামাতে আরো ১৪ জনের করোনা শনাক্ত
পাকিস্তানের লাহোরে তাবলিগ জামাতে আরো ১৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে তাবলীগ জামাতের মারকাজ থেকে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া এ তথ্য, এরই মধ্যে হাসপাতালে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৮৩ বছর বয়সী ওই ব্যক্তি ইংল্যান্ড থেকে আগত ছিলেন। লাহোরের রাইউইন্ডে অবস্থিত তাবলিগ জামাতের মার্কাজ থেকে করোনাভাইরাসের এ সংক্রমণ ঘটে।
এ মার্কাজে বারোশ'র বেশি মানুষ ছিলেন যাদের মধ্যে ৫০০ এর মতো বিদেশি ছিলেন। এর আগে পাঞ্জাবের প্রাদেশিক সরকার করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইজতেমা বন্ধের অনুরোধ জানায়। ইজতেমার আয়োজকরা সরকারের অনুরোধ উপেক্ষা করে এ আয়াজন করে।
পাঞ্জাবে আরো ৬৪ জনের করোনা শানাক্ত করা হয়েছে। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জন।