তামাক পাতা দিয়ে করোনা ভ্যাকসিন তৈরি করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করছে লন্ডনভিত্তিক তামাক পণ্য উৎপাদনকারী কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। কোম্পানিটির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী বায়োটেক প্রতিষ্ঠান এ কাজে নিয়োজিত রয়েছে। আগামী জুনের মধ্যে এ ভ্যাকসিনটির প্রথম ব্যাচ প্রস্তুত হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বিএটি’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিএটি’র রেনল্ডস আমেরিকান কর্পোরেশনের আওতাধীন কেন্টাকি বায়ো প্রসেসিং (কেবিপি) তামাক পাতা থেকে প্রাপ্ত প্রোটিন ব্যবহার করে আগামী জুনের মধ্যে ১০ লাখ থেকে ৩০ লাখ ভ্যাকসিন উৎপাদন করতে পারবে।
তামাক পণ্য উৎপাদনকারী শীর্ষ কোম্পানিটি জানায়, অলাভজনক প্রকল্প হিসেবে কেবিপি এ ভ্যাকসিন তৈরি করবে। তবে এ জন্য সরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট প্রস্তুতকারকদের সহযোগিতা প্রয়োজন।
বর্তমানে ভ্যাকসিনটি প্রাক-ক্লিনিক্যাল টেস্ট পর্যায়ে রয়েছে। এটি ভাইরাসের জেনেটিক সিকোয়েন্সের একটি ক্লোন্ড অংশ ব্যবহার করে অ্যান্টিজেন তৈরি করে যা মানুষের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে-জাগিয়ে তোলে। আর পুনরায় উৎপাদনের জন্য তামাক গাছে তা ইতোমধ্যে প্রবেশ করানো হয়েছে।
উৎপাদনের এ প্রক্রিয়া শেষ হলে অ্যান্টিজেনগুলো আলাদা করে পরিশোধন করা হয়। পরিশোধিত ওই অ্যান্টিজেন মানবদেহে ভাইরাসের বিরুদ্ধে লড়বে।
সংস্থাটির বৈজ্ঞানিক গবেষণার পরিচালক ডেভিড ও’রেলি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের উন্নত তামাক উৎপাদন প্রযুক্তির মাধ্যমে একটি বড় ও গুরুত্বপূর্ণ অর্জন এ ভ্যাকসিন তৈরি। কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ জয় করার জন্য আমরা সরকার এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বলেছে, ভ্যাকসিনটির ক্লিনিক্যাল স্টাডি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছে।
এর আগে ২০১৪ সালে কেন্টাকি বায়ো প্রসেসিং ইবোলা চিকিৎসার জন্য ওষুধ তৈরি করে সংবাদপত্রের শিরোনাম হয়েছিল। যদিও ওই ওষুধটি এখনও এফডিএ অনুমোদন পায়নি।
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেট উৎপাদকারী নামী প্রতিষ্ঠান বিএটি। তবে এবার মানুষের জীবন রক্ষাকারী ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে এসে আলোচনায় এলো বহুজাতিক কোম্পানিটি।