০১ এপ্রিল ২০২০, ১৯:৫৮
ঢামেকের আইসোলেশন ওয়ার্ডে দুজনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) করোনায় আক্রান্ত সন্দেহে থাকা ওই দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
করোনায় আক্রান্ত হওয়া সন্দেহ থাকায় তাদের রক্তের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার কয়েকটি উপসর্গসহ বেশ কিছু রোগ নিয়ে সম্প্রতি ভর্তি হয়েছিলেন এ দুজন। পরবর্তীতে তাদের করোনার উপসর্গ থাকায় আইসোলেশনে রাখা হয়। সেখানেই দুজনের মৃত্যু হয়।