২৭ মার্চ ২০২০, ১৪:১৭

করোনায় আক্রান্ত সন্দেহে ফরিদপুর মেডিকেলের ছাত্র ঢাকায়

  © ফাইল ফটো

ফরিদপুর মেডিকেল কলেজের এক ছাত্রকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে। ৫ম বর্ষে অধ্যায়নরত ওই ছাত্রকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

পরে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) তার অবস্থার কথা চিন্তা করে রাতেই ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ছাত্রের শরীরে করোনাভাইরাস রয়েছে, প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে। সে কারণেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে ফরিদপুরে সর্বাধিক বিদেশি আসার কথা বিবেচনা করে করোনার বিস্তার রোধে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় সেনাবাহিনীর টহল দিচ্ছে।

এছাড়া জেলা পুলিশ মহসড়কগুলোতে অবস্থান নিয়েছে। তারা প্রধান সড়কে নেমে চেষ্টা করেছেন একাধিক ব্যক্তি একসাথে চলাচল না করে তা নিশ্চিত করতে। প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে না আসে সে ব্যাপারেও উৎসাহিত করছেন।