০৯ মার্চ ২০২০, ১৩:৩৫

ডেঙ্গুর হটলাইনে পাওয়া যাবে করোনাভাইরাসের তথ্য

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, ১৬২৬৩ হটলাইন নম্বরটি ডেঙ্গু বিষয়ক তথ্যের জন্য চালু করা হয়েছিল। তবে এখন এটি করোনাভাইরাসের তথ্য জানা ও মানুষের সাহায্যের জন্য হটলাইন হিসেবে ব্যবহার করা হবে।

এছাড়া স্থানীয় পর্যায়ে কন্ট্রোলরুম স্থাপন করার কথাও জানান তিনি। যেখান থেকে হটলাইনের নম্বর দেয়া হবে এবং ওই নম্বরে যোগাযোগ করে ঘরে বসেই করোনাভাইরাসের চিকিৎসার বিষয়ে পরামর্শ পাওয়া যাবে। খবর: বিবিসি বাংলা।

তিনি বলেন, ‘করোনাভাইরাসকে অবহেলা না করে জটিলতা দেখা দিলে টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা পরামর্শ দেবো এবং রোগীর অবস্থা গুরুতর হলে সেখান থেকেই তাকে আমরাই পরিবহন করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করবো। সেই প্রস্তুতি আমাদের রয়েছে।’

এদিকে আক্রান্ত দেশ থেকে এলে ১৪ দিন ‘আবশ্যিকভাবে’ বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে।করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই নির্দেশের কথা জানিয়েছেন আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।