জ্বর নিয়ে চীন ফেরত শিক্ষার্থী হাসপাতালে

  © ফাইল ফটো

চীন ফেরত এক শিক্ষার্থী জ্বর নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাতে ভর্তি হওয়া ওই ছাত্রের নাম এমরান। তার বয়স ২২ বছর।

হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, জ্বর ব্যতীত অন্য কোন আলামত প্রাথমিক পরীক্ষায় তার শরীরে পাওয়া যায়নি। তবে আরও পরীক্ষা না করে কিছু বলা যাবে না। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে জানান।

এমরানের পারিবারিক সূত্রে জানা গেছে, ৩/৪ মাস আগে এমরান চীনে যায়। সেখানে ব্রানেডং প্রদেশে রিজাউ স্যামডং নামের শিক্ষা প্রতিষ্ঠানে ‘ইলেকট্রনিক এন্ড মেকানিক্যাল ইন্জ্ঞিনিয়ার’ কোর্সে ভর্তি হন তিনি।

চীনে করোনা ভাইরান শুরু হলে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন এমরান। গত ১৫ ফেব্রুয়ারি গুয়াংজু এয়ারপোর্ট হয়ে ঢাকায় ফেরেন। ১৬ ফেব্রুয়ারি বাড়িতে আসার পর শরীরে জ্বর অনুভুত হয়। পরে পরিবারের সদস্যরা স্বাস্থ্য কর্মীদের অবহিত করলে তাকেকে রাতে বাড়ী থেকে হাসপাতালে নিয়ে আসে।

সিভিল সার্জন ডাঃ হুমাউন শাহিন খান গণমাধ্যমকে জানান, আতঙ্ক ছড়ানোর কিছু নেই। সকল পরীক্ষা না করে তার ব্যাপারে কোন মন্তব্য করছি না।


সর্বশেষ সংবাদ