ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের পরিচালক হয়েছেন রাফে সাদনান আদেল
সাবেক সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ রাফে সাদনান আদেলকে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে আবারো মনোনীত করা হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) থেকে আগামী ৩ বছরের জন্য তিনি বৈশ্বিক এই জোটে থাকছেন তিনি। বোর্ডের পাশাপাশি তিনি নমিনেশন কমিটির ভাইস চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, রাফে সাদনান আদেল ২০১৪ সালে তার ক্যান্সার আক্রান্ত মাকে হারান এবং একই বছর ক্যান্সার বিষয়ক প্রথম বাংলা ওয়েবসাইট ক্যান্সারবিডি ডট নেট (www.cancerbd.net) প্রতিষ্ঠা করেন যা প্রাথমিকভাবে ক্যান্সারবিডি ডটকম নামে শুরু হয়েছিল। শুরু থেকেই এই সাইটটি বাংলা ভাষায় ক্যান্সার সচেতনতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে আসছে। এই সাইটটিতে বাংলা ভাষায় ক্যান্সার সংক্রান্ত বাংলাদেশে অপ্রতুল বিভিন্ন তথ্য যেমন ক্যান্সারের প্রকার, লক্ষণ, ডায়াগনোসিস, চিকিৎসা কেন্দ্রের তথ্যসহ চিকিৎসকদের তালিকা ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ঔষধের খবর সরবরাহ করছে। এছাড়াও ক্যান্সারবিডি ডট নেটের উদ্যোগে ক্যান্সার সচেতনতায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সেমিনার, সিম্পোজিয়াম, ওয়েবিনার, মিডিয়া ও সোস্যাল মিডিয়া ক্যাম্পেইন আয়োজন করা হয়ে থাকে।
বৈশ্বিক মহামারী করোনায় সংগঠনটির উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের খাদ্য সহায়তা হয়েছে কয়েক দফায়। ক্যান্সার সচেতনায় অনবদ্য অবদান রাখায় আদেলকে বেছে নেয়া হয়েছে উল্লেখ করে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন পরিচালনা পর্ষদের প্রধান রবিন কহেন বলেন, আমরা সম্মানিত যে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত প্রতিটি নারী যেখানেই থাকুননা কেন তাদের বেঁচে থাকার সর্বোত্তম সুযোগ এবং জীবনের সেরা মান নিশ্চিতে আমাদের যে লক্ষ্য তা বাস্তবায়নে আরও তিন বছরের জন্য আমরা সেখানে আদেলক্যা পাচ্ছি।
এসময় আদেলকে পরিচালক হিসেবে আমন্ত্রন জানিয়ে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লারা ম্যাকেই বলেন, মাকে ওভারিয়ান ক্যান্সারে হারানোর কারণে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য আদেলের মাঝে বিদ্যমান সহানুভূতি ও সহমর্মিতার মনোভাব সত্যি অনন্য। সেই সাথে তার দুর্দান্ত যোগাযোগ দক্ষতা ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনকে আরো শক্তিশালী করবে বলে মনে করি।
ক্যান্সারবিডি ডট নেটের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন রাফে সাদনান আদেল বলেন, মনে প্রাণে বিশ্বাস করি, ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত ও সুপরিকল্পিতভাবে কাজ করতে পারলে এমন একদিন আসবে যেদিন বিশ্বের কোনো নারী আর ওভারিয়ান ক্যান্সারে মারা যাবেন না। সেদিন বেশি দূরে নয়। আসুন ক্যান্সারকে জানি, নিশ্চিন্তে বাঁচি।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন পরিচালনা পর্ষদে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের স্যান্ডি রোলম্যান ওভারিয়ান ক্যান্সার ফাউন্ডেশনের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা রবিন কোহেন, ভাইস চেয়ার হিসেবে আছেন এলিজাবেথ বাঘ, ওভারিয়ান ক্যান্সার কানাডা এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা; বৈশ্বিক এই জোটে পরিচালক হিসেবে আছেন, ওভারিয়ান ক্যান্সার অস্ট্রেলিয়ার সাবেক সিইও জেন হিল, কানাডার অডিট প্রতিষ্ঠান কেপিএমজির অংশিদার ট্যামি ব্রাউন এবং নাইজেরিয়ার ক্যান্সার সচেতনতামূলক সংগঠন প্রজেক্ট পিংক ফ্ল এর নির্বাহি পরিচালক রানসি চিবাবে। নতুনভাবে যুক্ত হয়েছেন ডেভ পাওয়ার ও জুলি ট্রোডি।