‘স্বাস্থ্য শিক্ষায় সংকট দ্রুত সমাধানের চেষ্টা করছি’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বর্তমান সরকার, অন্তর্বর্তী কালীন সরকার, বয়স মাত্র আড়াই মাস তিন মাস হয়নি, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। বিশেষ করে আমি স্বাস্থ্য শিক্ষা নিয়ে কাজ করি স্বাস্থ্য শিক্ষায় আমাদের মেডিকেল কলেজগুলোয় যে সংকটগুলো রয়েছে, শিক্ষক সংকট রয়েছে, বিভিন্ন জায়গায় অবকাঠামো সংকট রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের জন্য কাজ করছি।’
শনিবার (২ নভেম্বর ) রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মান্নান।
নাজমুল হোসেন বলেন, অতীতে বিভিন্ন মেডিকেল কলেজে হার্ড ফাউন্ডেশনের উদ্যোগ গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। আমরা এসব কাজ উপদেষ্টা ম্যামের নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে চালুর উদ্যোগ গ্রহণ করেছি। দেশের ১০টি মেডিকেল কলেজে মেডিকেল ছাত্র-ছাত্রীদের জন্য ১৯টি হোস্টেলের কাজ শুরুতে যাচ্ছে।’
আরও পড়ুন: আন্দোলনে গুরুতর আহত একজনকে বিদেশে পাঠানো হবে: স্বাস্থ্য উপদেষ্টা
রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মহা. হবিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডের জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার।
এর আগে সকাল ১০টায় বুঝতে ফলক উন্মোচন ও বেলুন ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি সহ আগত অতিথিরা কর্তৃক হাসপাতাল সেবা কার্যক্রম পরিদর্শন করেন।