বিশ্ব রক্তদাতা দিবস আজ

বিশ্ব রক্তদাতা দিবস আজ
বিশ্ব রক্তদাতা দিবস আজ  © ফ্রিপিক

আজ শুক্রবার বিশ্ব রক্তদাতা দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছর ১৪ জুনের এই দিনটি সারাবিশ্বে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয়। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের মূল উদ্দেশ্য।
 
রক্তদাতা বীরের উদ্দেশে, উৎসর্গকৃত আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালনের দিন ১৪ জুন ধার্য করা হলেও এই দিনটির একটি আলাদা গুরুত্ব রয়েছে। কারণ দিবসটির সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞানী কার্ল লান্ডস্টাইনারের নাম। এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ ‘এ, বি, ও, এবি’। তাই তার জন্মদিনেই রক্তদাতা দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
  
১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান বা রক্তদাতা দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।
  
জীবন বাঁচানোর প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যেই সব নিয়ম মেনে নিরাপদ রক্ত রোগীর কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকারি সংস্থাগুলো। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এ লক্ষ্যে কাজ করছে।


সর্বশেষ সংবাদ