ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ১৫৬, মৃত্যু ১
কয়েকদিন ধরে বেড়েই চলেছে ডেঙ্গুর বিস্তার। জুনরে প্রথম ১০ দিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা হাজারের কাছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৬ জন। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২২ জনের। শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৪৮ জন ঢাকার এবং ঢাকার বাইরের আট জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৪৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৪৭৩ জন, বাকি ৭৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ হাজার ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন দুই হাজার ৪৫০ জন।
এনিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২১ জনে। তাদের ৯৯৯ জনই জুন মাসের রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ঢাকার হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ১৪৭ জন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু ঢাকার বাইরেও এ বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক হাসপাতালে সংশোধিত গাইডলাইন দেওয়া হয়েছে। হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী চিকিৎসক, ওষুধসহ সবকিছু সরবরাহ করা হচ্ছে।