ডেন্টালে ৯৩৬ পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

ডেন্টালের শিক্ষক-শিক্ষার্থী
ডেন্টালের শিক্ষক-শিক্ষার্থী  © ফাইল ফটো

দেশের আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৯৩৬টি পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললে রাজস্বখাতে পদগুলো সৃষ্টি করা হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা শেষে পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর আগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দেশের আটটি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের পদ সৃজনের প্রাথমিক অনুমোদন দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

পরে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই বছরের ৩ জুলাই নতুন পদ তৈরির এ প্রস্তাব অনুমোদন করে 
স্বাস্থ্য মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ