১ সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে ৪৭ শতাংশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেব মতে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে বাংলাদেশে। ১ সপ্তাহের মধ্যে সংক্রমণ ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কেন করোনার সংক্রমণ আবারও বাড়ছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, করোনার সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে দেশে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নমুনা পরীক্ষা হয় ৩ হাজার ৩৪০টি । এর মাঝে করোনা শনাক্ত হয়েছে ৩৬৩ জনের। এক্ষেত্রে শনাক্তের হার ১০ দশমিক ৮৭। এ ছাড়াও করোনায় মৃত্যু হয়েছে দুজনের।
আরও পড়ুন: পর্দার কারণে ভাইভায় মুখ দেখাতে না পেরে নম্বরবঞ্চিত হচ্ছেন ঢাবি ছাত্রী
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ কমছে। আগের সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে সারা বিশ্বে সংক্রমণ ২৮ শতাংশ কমেছে। তবে বাংলাদেশে গত দেড়–দুই সপ্তাহ ধরে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জনের । করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৪৭ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।