২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩

ফেনীতে মাঠে নেমেছে ১৮ প্লাটুন বিজিবি

বিজিবি  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। নির্বাচনের পরের দুই দিন পর্যন্ত মাঠে থাকবে তারা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে তারা কাজ শুরু করেছে। 

বিজিবি জানায়, ফেনীর তিনটি সংসদীয় আসনে ছয় উপজেলায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় ৫টি অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করে গুরুত্বপূর্ণ স্থানে রোভাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী জেলার তিন উপজেলায় বিজিবি এককভাবে ও অন্য তিন উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে। 

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, 'নির্বাচনকালীন দুষ্কৃতিকারীরা যেন শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। জেলার তিনটি সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি ভোটগ্রহণের পরবর্তী দুইদিন পর্যন্ত মাঠে থাকবে। তবে নির্বাচন পরবর্তী পরিস্তিতি বিবেচনায় প্রয়োজনে এ সময় আরও বাড়তে পারে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিতে বিজিবি নানা কার্যক্রম পরিচালনা করছে।'