ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, দেখুন তালিকা
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করল অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, নতুন করে দায়িত্ব বণ্টনের আগে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের আপাতত মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার দুই শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার তোড়জোড়ের খবর আগেই মিলেছিল।
তালিকা দেখুন এখানে
আজকে পদোন্নতির পর মোট কর্মরত অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪০৩ জন। সরকারি কর্মচারী বাতায়নের (ওয়েবসাইট) তথ্য অনুযায়ী, পদোন্নতির আগে অতিরিক্ত সচিব রয়েছেন ২৮৫ জন। আর অতিরিক্ত সচিবের বর্তমান পদ ৪১৮টি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তা দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।
পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে (email: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।