২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৫

ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল, হবে বুলেট ও ট্যাংকের যন্ত্রাংশ উৎপাদনের কারখানা

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন  © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ করা জায়গা বাতিল করে সেখানে একটি বিশাল প্রতিরক্ষা শিল্প পার্ক বা 'ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক' তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) গভর্নিং বোর্ডের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মূলত বৈশ্বিক চাহিদা এবং দেশের সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা নিরাপদ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, মিরসরাইয়ে প্রায় ৮৫০ একর জমি আগে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ ছিল, যা এখন জি-টু-জি কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে। খালি হওয়া এই জমিতেই এখন সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কারখানা গড়ে তোলা হবে। তিনি বলেন, 'বৈশ্বিক প্রতিরক্ষা শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এ খাতে বাংলাদেশ অংশগ্রহণকারী দেশ হিসেবে প্রবেশের সুযোগ রয়েছে। পাশাপাশি এই পার্কের মাধ্যমে দেশের সামরিক সরঞ্জামের সরবরাহব্যবস্থা নিরাপদ করাও লক্ষ্য।' এই প্রকল্পটি এখন বেজার মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে বেজা চেয়ারম্যান সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের উদাহরণ দেন। তিনি বলেন, 'কারণ যখন সাপ্লাই শর্টেজ হয় তখন আসলে যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি আসলে বন্দুকের গুলি না থাকে, সেক্ষেত্রে আর ওখানে গিয়ে আপনার যুদ্ধ করার কোনও সুযোগ নাই এবং অনেকগুলো রিসেন্ট যুদ্ধে দেখা গেছে, যে জায়গায় সাপ্লাই শর্টেজ সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না। ৫ম বা ৬ষ্ঠ জেনারেশন ফাইটার নিয়ে শর্টেজ না শর্টেজটা হচ্ছে বুলেটে, শর্টেজটা হচ্ছে ট্যাংকের এক্সেলে। ওই জায়গাগুলোতে আমরা আসলে কোন রোল প্লে করতে পারি কিনা, এটা নিয়ে অনেকদিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন বেজা এবং প্রধান উপদেষ্টার কার্যালয় মিনিস্ট্রি অব ডিফেন্স সবাই মিলে কাজ করছে।'

দীর্ঘদিন ধরে সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ আলোচনার পর এই প্রস্তাবটি সভায় পেশ করা হয়। এ ছাড়া সভায় চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন এবং কুষ্টিয়া চিনিকলকে পূর্ণাঙ্গ শিল্প পার্কে রূপান্তরেরও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।