নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ সোমবার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এ ছাড়া পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী।
তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য। নির্বাচনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা আছেন ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিসাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার থোকবেন ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন। এর পাশাপাশি পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন প্রায় ১৫ হাজার কর্মকর্তা।