২২ জানুয়ারি ২০২৬, ১৬:২৭

নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা তিনদিনের সাধারণ ছুটি

পোষাক শ্রমিক  © ফাইল ফটো

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে টানা তিনি দিনের সাধারণ ছুটি পাচ্ছেন শিল্পঞ্চলের শ্রমিকরা। নির্বাচন ও তার আগের দুদিন (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিনদিন ছুটি পাবেন।

শফিকুল আলম আরও জানান, কেবল ১১ ও ১২ ফেব্রুয়ারি নয়, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হবে। তিনি বলেন, ‘আজকের কেবিনেট বৈঠকে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে ছুটি (Holiday in Industrial Areas) অনুমোদন করা হয়েছে। এর ফলে পোশাক খাতসহ বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারীরা (Workers and Employees) টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।’