২২ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘের ওয়েবসাইট চালু

নির্বাচন কমিশনের লোগো   © সংগৃহীত

জাতীয় নির্বাচনে তরুণ, নারী ও প্রান্তিক ভোটারসহ সব নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। গণতান্ত্রিক চর্চা জোরদার এবং নাগরিক অংশগ্রহণকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করে তুলতে এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে নির্বাচন কমিশন।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ ও বাংলাদেশ নির্বাচন কমিশন মনে করে, একটি শক্তিশালী ও টেকসই গণতন্ত্র গড়ে তুলতে সচেতন নাগরিক অংশগ্রহণ অপরিহার্য। সেই লক্ষ্য সামনে রেখে চালু করা এই ওয়েবসাইটটি নাগরিকদের মধ্যে ইতিবাচক সংলাপ, দায়িত্ববোধ ও ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা বিকাশে সহায়ক হবে।

ওয়েবসাইটটির উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়, তরুণ প্রজন্মসহ সব বাংলাদেশি নাগরিককে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন ও সক্রিয়ভাবে অংশ নিতে উদ্বুদ্ধ করা। এ প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে নাগরিকরা তাদের প্রত্যাশিত ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে মতামত জানাতে পারবেন। পাশাপাশি গণতন্ত্র, সুশাসন ও দায়িত্বশীল নাগরিকত্ব সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন হবেন।

ওয়েবসাইটটিতে নাগরিক দায়িত্ব, ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ ও দায়িত্বশীল অংশগ্রহণের বার্তা সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে। এটি একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে।

বিস্তারিত জানতে আগ্রহীদের www.futurebangladeshyouwant.org ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।