১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৩২

এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান

তারেক রহমান  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গতকাল (১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত তিনি (তারেক রহমান) ট্রাভেল পাস চাননি।

এর আগে, গতকাল যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই জানিয়েছেন ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। 

এছাড়াও গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার খবর জানান।