১০ ডিসেম্বর ২০২৫, ২০:৪১
৬ ঘণ্টার বেশি অবরুদ্ধ থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা
টানা ছয় ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশি নিরাপত্তায় সচিবালয় থেকে বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার পরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন।
এর আগে বিকেলে অর্থ বিভাগের কর্মরত কর্মকতা-কর্মচারীদের সংগঠন অর্থবিভাগ কর্মচারী কল্যাণ সমিতির এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সচিবালয় কর্মরত-কর্মচারীরা সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টার কার্যালয়ে যান উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনা করে দুই দিন সময় চান। তবে কর্মচারীরা এ প্রস্তাবে সাড়া দেননি। এখনো কার্যালয়ের সামনে কর্মচারিরা অবস্থান করছেন।