১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। এদিন সন্ধ্যা ৬ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বুধবার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। মূল ওই বৈঠক শেষেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের তফসিলের বিষয়টি চূড়ান্ত করেন।