‘টিকিট যার ভ্রমণ তার’ নীতিতে রেলওয়ে, অমান্যে শাস্তি হতে পারে কারাদণ্ড
বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তিগত আইডি ও ফেসবুক পেজে ট্রেনের টিকিট ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রচার করা হচ্ছে বলে তথ্য পেয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে যাত্রীরা হয়রানি ও প্রতারণার শিকার হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এটি প্রতিরোধ করতে রেলওয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়েতে ‘টিকিট যার ভ্রমণ তার’ বাস্তবায়ন করতে হবে। টিকিট কালোবাজারি রোধ করার লক্ষ্যে এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হয়ে থাকে। তাই টিকিট বিক্রয় ও টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে হবে।
পাশাপাশি, টিকিট কালোবাজারি রোধকল্পে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স টিম টিকিটের উপর মুদ্রিত যাত্রীর নাম ও এনআইডি নম্বর, যাত্রী কর্তৃক প্রদর্শিত পরিচয়পত্রের সঙ্গে যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করেন। যদি টিকিটের তথ্যের সাথে যাত্রীর নিকট থাকা জাতীয় পরিচয়পত্র নাম্বার ও যাত্রীর নামের মিল না পাওয়া যায়, তাহলে যাত্রীকে বিনা টিকিটের যাত্রী হিসেবে বিবেচনা করা হবে। এবং যাত্রীর নিকট থেকে ভাড়া ও জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন: ১১৭২ জাল সনদধারী শনাক্ত
এছাড়া সন্দেহজনক টিকিট ক্রয়, ক্রয়কৃত টিকিট অন্যের নিকট বিক্রয়, বিভিন্ন পোর্টালে টিকিট বিক্রয়ের বিজ্ঞাপন প্রচারের কারণে আইডি ব্লক করা হবে। ভ্রমনেচ্ছুক যাত্রীগণ বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও রেলওয়ের অ্যাপস ব্যতিত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে টিকিট সংগ্রহ করলে যাত্রীগণ হয়রানি ও প্রতারণার শিকার হবেন। এছাড়া অন্যের এনআইডির মাধ্যমে সংগৃহীত টিকিট নিয়ে ট্রেন ভ্রমণ করলে রেলওয়ে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।