রমজান ও ঈদে পোশাক বিক্রেতাদের জন্য জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের
আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং পণ্যের মূল্য ও গুণগত মানের স্বচ্ছতা রক্ষার্থে আমদানি পণ্য বিশেষ করে পোশাক বিক্রেতাদের জন্য নিম্নলিখিত নির্দশনা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এটি লঙ্ঘন করলে পণ্য বাজেয়াপ্তসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সকল আমদানিকৃত পণ্য, বিশেষ করে পোশাকের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) স্পষ্টভাবে মুদ্রিত এবং যে দেশ থেকে আমদানি করা হয়েছে তা উল্লেখপূর্বক ট্যাগ বা লেবেল সংযুক্ত করতে হবে, যা সহজে দৃশ্যমান হয়।
আরও বলা হয়, সংশ্লিষ্ট পণ্যের আমদানি সংক্রান্ত দলিলাদি বিক্রয়স্থল, দোকান বা শোরুমে সংরক্ষণ করতে হবে যাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা অন্য কোন সরকারি কর্মকর্তা কর্তৃক পরিদর্শনের সময় তা যাচাই করতে পারেন।
আরও পড়ুন: ম্যানেজিং কমিটি থেকে রাজনীতিবিদরা ‘আউট’, সরকারি কর্মকর্তাদের ‘ইন’ শুরু
এছাড়াও, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা বিশেষ টাস্ক ফোর্স ও সরকার কর্তৃক নিযুক্ত অন্য কোন কর্মকর্তা রাজধানীসহ সারাদেশে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা ও উপরি-বর্ণিত তথ্য যাচাই করবে। এ নির্দেশনা লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পণ্য বাজেয়াপ্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় নির্দেশনায়।