২৬ নভেম্বর ২০২৫, ১৭:১১

সারাদেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি

সরকারি লোগো  © টিডিসি সম্পাদিত

সারাদেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনটি ভিন্ন পদে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৫০ জন। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৯৪ জন, আর সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।

বদলিকৃত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে নিজ নিজ দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১ ডিসেম্বরের মধ্যে নবদায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যেসব কর্মকর্তা বর্তমানে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে ছুটিতে রয়েছেন, তারা নিজ নিজ ছুটি ও প্রশিক্ষণ শেষে দ্রুত কর্মস্থলে ফিরে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতিপ্রাপ্ত স্থানে যোগ দেবেন।