২৬ নভেম্বর ২০২৫, ১৩:৪১

একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট, প্রক্রিয়া জানাল সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে একসঙ্গে অনুষ্ঠিত হবে  © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আলাদা দুই ব্যালট বাক্সে দায়িত্বে থাকা একই কর্মকর্তা ভোটগ্রহণ করবেন। আজ বুধবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

গণভোট বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে পোস্টে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই কেন্দ্ৰে একসাথে অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের তালিকা। দুই ভোটের সময়সীমা একই থাকবে অর্থাৎ একই সময়ে দুই ভোট শুরু ও শেষ হবে ।

আরও পড়ুন: পিএসসির চিফ ইন্সট্রাক্টর নিয়োগে অভিজ্ঞতা যাচাই নিয়ে প্রশ্ন, রিট করে ৩৬ জনের সুযোগ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ভিন্ন রঙের ব্যালটবক্স ও ব্যালটপেপার থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা দুই ভোটের দায়িত্বেই নিয়োজিত থাকবেন। গণভোটে একটি প্রশ্ন থাকবে। সম্মতি জ্ঞাপন করলে ‘হ্যাঁ’-তে, নাহলে ‘না’-তে সিল দিতে হবে।

প্রবাসীরা পোস্টাল ব্যালটে গণভোটে অংশ নিতে পারবেন জানিয়ে আরও বলা হয়েছে, একই সময়ে দুই ভোটের গণনা চলবে। জাতীয় নির্বাচনের ভোট গণনা পদ্ধতির মতোই গণভোট গণনা চলবে।