২৫ নভেম্বর ২০২৫, ১২:৩৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মক ভোটিং ২৯ নভেম্বর

নির্বাচন কমিশন  © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মক ভোটিং আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ মক ভোটিং অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা রুহুল আমীন মল্লিক। তিনি বলেন, আগামী ২৯ নভেম্বর সকল ধরনের ভোটারদেরকে নিয়ে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয় মক ভোটিং অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: ৪ তলা বাড়িয়ে হয়েছে সাত, ‘অতি ঝুঁকি’ নিয়েই মেডিকেল শিক্ষার্থীদের বাস এই ভবনে

সেখানে প্রাথমিক ভোটের ডেমো তুলে আনা হবে জানিয়ে এ কর্মকর্তা বলেন, মক ভোটিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।