০৩ নভেম্বর ২০২৫, ১২:২২
নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন
নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT (আইটি) সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।