টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রধান নির্বাচন কমিশনারের
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা করতে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আবেদনেরই অযোগ্য, তথ্য গোপন করে ইবির প্রভাষক হচ্ছেন জাবি কর্মকর্তা হাফিজুর
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে টিকটক প্ল্যাটফর্ম যেন মিথ্যা তথ্য, বিদ্বেষমূলক প্রচারণা বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর মাধ্যম না হয়, সেটি নিশ্চিত করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। এ বিষয়ে টিকটক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
তবে বৈঠক শেষে টিকটক প্রতিনিধিরা গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও বৈঠকটিকে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করে বিস্তারিত আলোচনা এড়িয়ে যান।