২১ অক্টোবর ২০২৫, ১৭:২৪
নতুন পে স্কেলের প্রতিবেদন দাখিল নিয়ে বিবৃতি দিল কমিশন
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ন্যায্য ও কার্যকর নতুন বেতন কাঠামো তৈরি করার উদ্দেশ্যে গঠিত বেতন কমিশনের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সরকারি তথ্য বিবরণীতে এমন তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থা ও বিভিন্ন অ্যাসোসিয়েশন এ চারটি শ্রেণির কাছ থেকে অনলাইনে মতামত গ্রহণ করা হয়।
বেতন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনলাইনে পাওয়া চারটি প্রশ্নমালার মাধ্যমে সংগৃহীত মতামত ও সুপারিশ যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ চলছে। কমিশনের আশাবাদ, নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া সম্ভব হবে।