১৭ অক্টোবর ২০২৫, ১৬:০৩
অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন, বৃষ্টিতে বিলম্ব
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের জন্য সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে।
আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। বিকেল চারটায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল।
তবে সবকিছু পরিকল্পনা মাফিক চলছে এবং অতিথিদের কেউ কেউ ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন বলে প্রেস উইং জানায়। তারা আরও জানায়, আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার অপেক্ষায় আছি।