০৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৭

আওয়ামী লীগ ছাড়া ভোট হলেও নির্বাচিত সরকারের সাথে কাজ করবে ভারত

বিক্রম মিশ্রি  © সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ‘কোনোরকম বিলম্ব ছাড়াই জাতীয় নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের জনগণের ভোটে যে সরকারই ক্ষমতায় আসুক, ভারত তার সঙ্গেই কাজ করবে।’

আজ সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো একটি আইনি বিষয়, এ নিয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলেও ভারতের অবস্থান অপরিবর্তিত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক যুগ্ম সচিব বি শ্যাম, ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।