‘পুলিশ থেকে বাঁচতে ছাত্রলীগ নেতার ছাদ থেকে লাফ’, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা যাচ্ছে
সম্প্রতি সামাজিক মাধ্যমে পুলিশের হাত থেকে বাঁচতে ছাত্রলীগ নেতা ছাদ থেকে লাফ দিয়ে আত্বহত্যা করতে বাধ্য হয়েছেন দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ২০১৭ সালের অক্টোবরে রাজধানীর কোতোয়ালি থানাধীন সদরঘাট শরিফ মার্কেট এলাকায় এক যুবকের ছাদ লাফিয়ে পড়ে আত্মহত্যার ঘটনা এটি।
শনিবার (২০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পুলিশের হাত থেকে বাঁচতে ছাত্রলীগ নেতা ছাদ থেকে লাফ দিয়ে আত্বহত্যা করতে বাধ্য হয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে উদ্ধৃত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে নির্যাতনমূলক বলে উল্লেখ করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং আলোচিত ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, ২০১৭ সালে রাজধানীর সদরঘাটের শরিফ মার্কেট এলাকায় একটি ভবন থেকে পড়ে রাকিব নামে এক যুবকের মৃত্যুর ঘটনার দৃশ্য এটি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘চলো পাল্টাই’ নামক ফেসবুক পেজে ২০১৭ সালের ১৪ অক্টোবর “পুরাণ ঢাকার সদরঘাট এলাকায় ‘ব্লু হোয়াইল’ গেম খেলে এক কিশোরের আত্মহত্যা” শীর্ষক শিরোনামে প্রকাশিত হুবহু একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, পুরান ঢাকার সদরঘাটে ‘ব্লু হোয়েল’ গেম খেলার প্ররোচনায় এক কিশোর রাজধানীর সদরঘাটের শরিফ মার্কেট এলাকায় গ্রেট ওয়াল নামক শপিং কমপ্লেক্সের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
পরবর্তী অনুসন্ধানে, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট এডিশনে একই তারিখে অর্থাৎ ২০১৭ সালের ১৪ অক্টোবরে আলোচিত ঘটনা সংক্রান্ত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ঢাকার কোতোয়ালি থানার সদরঘাট শরিফ মার্কেটে ভবন থেকে পড়ে রাকিব নামের এক যুবকের মৃত্যু হয়।
আলোচিত এই ঘটনা সাম্প্রতিক সময়ের নয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই।